পরিচয়, পরিমিত ভাল।
মিতভাষ
মিতালাপ
পরিশেষে, পরিমিতালী।
ঝিমঝিম, ঝিরঝির
সারাদিন টুপটাপ
বেহিসেবী অভিমান
বেয়াদব অনুরাগ–
তুমি আমি, আমি তুই,
নিরলস পিং পং
বাইরে বর্ষা আর
অন্দরে? সংসার।
সিলিংয়ে ঝুল, দেওয়ালে উই
জানি,
একদিন হবেই-
‘উই শ্যাল ওভারকাম’
দড়িতে টাঙ্গানো দড়ি দেওয়া জাঙ্গিয়া,
বাথরুমে শ্যাওলার রাজধানী
মাঝে
জনাচার
নিরলস
ভূ-ভার কাঁধে বসে আছে।
রেওয়াজ রয়েছে
কিছু গরম পানীয় ঠাণ্ডা করে খাওয়ার।
এদিকে, মেয়েরা
বহুদিন
বোতল থেকে টুকছে।
Aha !! Khub Sundar!!
ReplyDeleteধন্যবাদ দেবমাল্য! এগুলো ঠিক কতটা বেহেড অবস্থায় লেখা, যদি জানতেন! :)
ReplyDelete