Tuesday, May 15, 2012

মিথ্যে-বিপ্লব

গল্প দিয়ে ভুল করেছি, কেতাবি বিশ্রাম

কথার ভিতর কামড় ছিল, কমই ছিল দাম

গরম কিছু কথার আঁচে শুকিয়ে ভেজা কাক

হাঁক দিয়েছি, ‘কোথাও থেকে শঙ্করাকে ডাক-’

সভ্য ছিলাম, সভ্য আছি, ভদ্র আমার মিথ্যে-

মিথ্যে-পিঠে মিথ্যে চলে মিথ্যে চাকার রথে;

মিথ্যে ভেঙ্গে সত্য গড়ি বাঁশ বাগানের মাথায়

নিরাপত্তার ভেক ধরেছে প্রবঞ্চনার ছাতা

খুব ভাল যত মিথ্যে আছে তোমায় আমায় মিলে

এদ্দিনে সব সত্যি মেনেছি সংসার-তালগোলে

কতটা ঠিক মিল রয়েছে মিথ্যেয় আর বিপ্লবে?

পিছনে লেগে থাকলে পরে দুটোই টেকে, ঠিক থাকে...


**************************************************
স্বরবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P