Friday, May 4, 2012

এ কার হাঁস?

“My mouth kept moving and my mind went dead
So, picking up the pieces, now where to begin?
The hardest part of ending Is starting again!!” –Linkin Park

পিছনে দেওয়াল ভেজা
রোদ্দুর পিঠে

স্যাঁতস্যাঁতে গরাদের
জানালায় ছায়া

জগৎ আলোকস্নাত
মায়াময়, মিঠে,


খেতে দিতে ভুলে গ্যাছো?
তোমাদের দয়া-

যুদ্ধে হরেক সচ্‌
সাতটাকা পিস

পাইকারি কিনে নিয়ে
খুচরোয় বেচি

আমাকে কিনেছো তবে
জানোনা কি চিজ্‌

গুড়ে ঢালি বালি আর
বাড়া ভাতে মাছি।

নিজেকে সিংহ ভেবে
কতদিন আর,

ভেড়া-লোম সাদা হলো
পিনিকের টানে

ডানাজোড়া মোম গুলে
ইকারাস-ওড়া

হিংসেয় হাসি দিই
প্রতিবাদ? গানে...

ঘর মানে কারাঘর,
উড়ছি তো তবু

না হয় ধাক্কা খাবো
গরাদে-পাঁচিলে

স্বপ্ন বিক্রি হবে
ছিপ নেবে ব্যাঙে

আমায় অতলে ফেলে
মাছ নেবে চিলে-

হারছিনা কিছুতেই
হোক মনগড়া-

নিজেকে বিজয়ী ভেবে
তাসের আসন,

টলছে, ভাঙছে, তবু
নিভু নিভু জ্বলা-

কেউ আলো না জ্বালালে
থামা তো বারণ!


*********************************************
৪ মাত্রা। মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P