Monday, September 3, 2012

চেলুভি* (তাৎক্ষণিক -- ১২)

ছবি: সৈকত
অভি, তুমি মান করেছো?
দেখো, তোমার নামের ফুলে
সারা জঙ্গল ভরে ফেলে-
গাছ হয়ে গেলো নারী
কেন জোছনা করলো আড়ি
কেন মান রাখলো না মনমোহিনী
মান শুধু কেন, কথাও রাখেনি
ভরা কলসের অন্তর খালি
নিছক তামাশা করে বনমালী
সমস্ত খেলা মাটি হলো, অভি-
গাছ থেকে কাঠ হয়েছে চেলুভি
আর কেন মান, শৃঙ্গসমান
কান্না ধোয়াবে সব অভিমান-
প্রেমিকা-শরীর দু’হাতে বয়ে,
শুধুই কাঁদবে, কবি?
*******************************
চেলুভি

1 comment:

  1. বাহ্‌, ছবির choice টা বেশ হয়েছে...

    ReplyDelete

Give me your thoughts, I will give you replies. :P