Saturday, April 28, 2012

কছুয়া জ্বালাও...

ব্যর্থতার জবাব ছিলো পিচিৎ করে কালি

পেনের মুখে কে যেন ফের মিশিয়ে দিলো চুন

ফিরিয়ে নেবো সে ভাবনার গুড় ভর্তি বালি

হাতে রইলো ফাউন্টেন আর কপালে আগুন।


‘পৃথিবী আমায় চায়’ বলে যেই কাটলে অন্য দেশে,

উত্থিত পেন, উন্মাদনায় ঝাঁপিয়ে তুলেছি ডায়েরি

বাউন্ডুলের দিনাতিপাত, দাঁতের গোড়ায় খয়েরি

বর-বগলে ফিরলে যেদিন, ‘বোন’ ডাকলাম হেসে।


নিরুদ্দেশ পাখায় পেলো যৌবনের মায়া

প্যাংলা হাতে যুদ্ধ জয়- স্বপ্ন-রঙা তুলি

দিন-বদলের ভূত নামালো পেট-ভর্তি হাওয়া

অবশেষে সেই ধর্মতলা, সেই কর্মখালি।


অন্য বোকা শহীদ হোক, আমরা থাকি আস্ত

যুদ্ধে হেরে, গঞ্জে ফিরে, ঘাম মুছলো চাষা-

মিলেনিয়াম সূর্য গেছে পাশ্চাত্যে অস্ত

এখনও ‘এক মচ্ছর’ থেকে কচ্ছপই ভরসা।


********************************************
৫ আর ৬ মাত্রার মিশ্র মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P