যারা ঠাণ্ডা আগুন জ্বাললো-
পেটে খিদের দাঙ্গা পেরিয়ে
যার খাতার পাতায় অক্ষর
আর মাথার মধ্যে কারগিল
যারা পিত্তি গুলেছে চুম্বনে
আর শক্তি দিয়েছে বন্ধন
ওরা পেলো না কখনো শান্তি
ওরা নিজেই নিজের বাস্তিল
তাই কবিতা লিখেই উড্ডীন
আর শব্দ-সৃজনে শান্তি
খুঁজে আলোর দরজা আজীবন
শেষে কালো অক্ষরে মুক্তি...
আমি তো ভাই দিব্ব্যি সাদা অক্ষর দেখতে পাচ্ছি... :P
ReplyDeleteএটাকে কি খাতার পাতা মনে হচ্ছে? সর্বোপরি, এটাকে কবিতা!!!!!!! ডাক্তার দেখাও ভাই...
Delete