Monday, August 6, 2012

কড়িকাঠুরে*


গুনছে কড়ি কড়িকাঠুরে
কাটবে বলেই, কাটা-ই পেশা
আগুনদামে বেচবে ভাবে
কড়িকাঠ, সাথে লুট-বাতাসা

ফেললো কড়ি, মাখলো সময়
বাদবাকি কাঠে ঘুণ ধরেনি
সে সব কেটে গড়লো হৃদয়
তুলে নিয়ে গেল প্রেমকুড়ুনি

নববর্ষার স্যাঁতানো কাঠে
জমলো শ্যাওলা-রঙের আশা
গুনছে সময় কাঠবেকারে
কাটাবে বলে, ওটাই পেশা...

********************************************************
*নামটা নেওয়া সচলায়তনের এক সদস্যের প্রোফাইল থেকে... অন্য কোন উৎস জানা নেই। 
স্বরবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P