ছোটখাটো গড়নের, বেগুনী চুলের মেয়ে
কবিতা লিখতো বসে, ভালবেসে, আদরে
নীল জল ছলকাত সাদা পাথরের গায়ে
আলসিয়াসের গান পাক খেত সাগরে।
সূর্যাস্তের সাথে বন্ধুনী সমাগম
পানীয়ের গ্লাসে ভেজা আঙুলের যাতায়াত
কামনায় বাঁধ নেই, ভালবাসা জঙ্গম
পায়রার ডানা ঢাকে অলিভের মৌতাত।
যাবে নাকি সেখানে,
কালস্রোত সাঁতরে?
বুভুক্ষু কুকুরের ভয় পেতে
হবে না
যন্ত্রচক্ষু নেই, হা-ভাতে
বা হা-ঘরে
নির্বোধ, মৃত মানসিকতার বিচারে
শ্রেণীভুক্ত
করার অদম্য
বাসনা-
কেউ টিপে দেখবেনা- কোন
দল, কোন জাত
পরীক্ষা নেই কোন- মনের বা
শারিরীক
ধুয়ে দেবে সখীদল গ্লানি
সব- গুঞ্জায়
আঁকড়ে ধরতে দেবে, যেমনটি
মন চায়
পোড়া মুখে লাথি মেরে
যাবে, মিস প্রামাণিক?
******************************************
৪ মাত্রা। মাত্রাবৃত্ত
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P