Sunday, August 12, 2012

মেদিনী...



তুই    মা জননী-

তুই    প্রীতিলতা-
তুই    মায়ার শেকলে বাঁধা যৌনতা-
তুই    শতবিষে জর্জর,
গৃহপাল তস্কর-
জং ধরা শৃঙ্খল- নিপীড়িতা।

তুই    উন্মুখ পিঠ পেতে নায়কের শৈশব,
উদ্ধত যৌবন, উদ্ভট কলরব,
সহিংস শ্বাপদের বিকৃতি উদ্ভব
ক্ষমাশীল দেহ মেলে সয়েছিস-

ওই    শোণিতে শোণিতে খোঁড়া, খনিতে খনিতে ভরা
প্রলুব্ধ লেহনের ক্ষতচিহ্নিত ধরা-
অনন্ত যৌবন-মিশ্রিত সোমরস
উদ্বৃত্তের নামে ভরা স্বর্ণকলস
নিরলস অপচয় করেছিস

ক্রমে    সহ্যের সীমা ছেড়ে দানবিক লোভ
তোলে    মধ্যবয়সী দেহে তোর বিক্ষোভ
আর    সয় না, সয় না, প্রিয়ে তোর অপমান-
দ্যাখ্‌    ধর্ষক হল তোর স্বামী-সন্তান-
কেন    আজও বহমান তোর এ অত্যাচার...

মেদিনী, মেডিয়া হও, দোহাই তোমার!

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P