১
এ মহাজীবন, এ মরা দিনেও
শুদ্ধ করলো কিছু কালিমা।
পাঁচেক বাঁদর, সাগরকিশোর,
সঙ্গী নোনতা তিন পরমা।
ক্ষণজন্মের অভিশাপ নিয়ে
এই গোটা দিন শেষ তো হবেই।
একে অন্যকে বুকে মেখে নিয়ে
ঢেউ-মানুষের সিক্ত লড়াই।
২
অনাদি
তো নয়, অনন্ত ধারা
স্ট্রোবোস্কোপিক
সিমেট্রি পারা;
ঘোলা
ঢেউ, তুই ধুয়ে দিয়ে যা,
যত
সঙ্কোচ, যত ঝঞ্ঝা
তোর
বুকে আজ দিয়ে যাবো ঠিক
ভেজা
স্যান্ডেল, হারানো পিনিক
আজন্ম
তোকে দেখবো বলেই
ভেড়িমুখ
সব রাস্তা খুলে-
শোয়ানো
বিলাস, বালি কিচকিচ
বিয়ারে
ভেজানো তাজপুর বিচ।
৩
কোন
কুক্ষণে জন্মেছিলাম
কার
অভিশাপ, কোন অপমান-
কোন
যুদ্ধের পরিতাপ মেখে
ভ্রূণমুখে
তোর দুগ্ধ নিলাম।
অনন্ত
আজ ছিঁড়লো আমায়
শঙ্কিত
এক ফার্ণ-কণা
সামনে
সাগর, নোনতা ফেনা
অকিঞ্চিতের
কি যন্ত্রণা!
৪
অসম্ভবের
ঘোলাটে জল
অযাচিতের
অনন্ত ঢেউ
এর
ভাগে চার, ওর ভাগে পাঁচ
ভুগলো
সবাই, গুণলো না কেউ
নীলচে
সাদা স্বপ্ন বুনে
দিগন্ত-ঘের
সে কল্পনায়
সমুদ্র
তার মূল্য ধরে-
সবকটাই ভাল লাগল... ৩ আর ৪ আঁ... এর একটা নতুন মাত্রায় পৌঁছে গেছে... :) চালিয়ে যাও
ReplyDeleteমুল্য নয় মূল্য হবে।
ReplyDeleteআগের comment টা কি delete করা হয়েছে?
Deleteঠিক করে দিলাম, কিন্তু আগের কমেন্টটা কোথায় গেলো? আমি তো ডিলিট করিনি!!
ReplyDeleteতোর এই প্রশ্নটাও তো দেখাচ্ছে না-- ভাবছি এবার ছাঁকনি লাগাতে হবে...