Monday, August 6, 2012

ওর পিয়া...


প্রেমিকা রসাতলে
গিয়েছে অবহেলে
একা দাঁড়িয়ে আছি পাহারাদার।
আমার অনুযোগ
ওজনে মাপা হোক
এটুকু মেনে নিতে পারছো না?

সে গেল মাঝ-নদী
আমাকে নিতো যদি
'Cool' তো রাখতামই, শ্যামও নির্ঘাৎ!
বদলে ফাঁকি দিলো
নরকে উঁকি দিলো
যুক্তি স্বাধীনতা, আসলে অজুহাত।

আমিও আদেখলে
নিলাজ ব্যাটাছেলে
মাটিতে ভাত বাড়ি, কবরে এক পা-
ধান্দা প্রতিশোধ
জগৎ নির্বোধ
পরালো প্রেমিকের মহৎ শিরোপা।

সাজানো গান গেয়ে
বেসুরো পর্দায়
মিথ্যে বিরহের পেঁচানো কাঁদুনি
এমন দুর্দিন
ব্রথেল মালকিন
কর্মজীবনে কখনো দেখেনি।

প্রেমিকা চোখ মেলে
দাঁড়ালো দোর খুলে
ধোঁয়াটে ঘর-জুড়ে নীল যাপন-
এ ঘুড়ি হাতখালি
চোখের কোণে বালি
একাই ফিরলাম, মুক্ত-মন।

****************************************************
৭ মাত্রা। মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P