Friday, August 10, 2012

এত ভয় পাস?


তোর         পুতুলখেলার যদি না থাকে সাহস
যদি          শৈশব-কান্নায় তোকে চমকায়
যদি          আতঙ্কে যায় ক্ষণ-দিন-মধুমাস
যদি          প্রসবেদনার ভয়ে ঘুম ভেঙে যায়
তবে          হেঁকে নিস, ডেকে নিস নিশ্চিন্তে
তোর         ব্যালকনি, ঘর, ছাদ, সিঁড়ির তলায়
জানি         ললনারা নির্ভুল লোক চিনতে-
জানি         এই পথ বাঁক নেবে ছাদনাতলায়।
এর           পর থেকে শুরু হবে রঙ-তামাশা
তুই           মা-জননী, আমি তোর বৃদ্ধ শিশু,
আমি         অয়দিপাউস, আমি বং-বাতাসা
তোর         আকণ্ঠ সোহাগের ‘পাগলা দাশু’।
আর          কেনই বা ট্যাঁট্যাঁ গান, নিশিজাগরণ
কেন          স্বাস্থ্যকে বেমালুম বিদায় দিবি?
তার          চেয়ে একে অন্যের ভরণপোষণ
এক          আয়নায় দু’জনের দুই পৃথিবী?

তবু           ঘুম নেই, ভাবনায় ঘন কুয়াশা
পাছে         নিশি ডাকে সাড়া দিস, ছন্দপতন
যদি          মন-হরমোন-সন্তান-পিপাসা
যদি          ক্রন্দসী ভরে ফেলে তোর ক্রন্দন?

***************************************
৪ মাত্রা। মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P