তুমি ঘুমোও স্বাগতা।
ঘুমোও।
ঘুমোও নিশ্চিন্তে নিজেকে জড়িয়ে।
নিজের বালিশে আমাকে ওয়াড় করে পরিয়ে নিয়ে।
আমি আমার গায়ে তোমার কান্নার জলকে নিজের অশ্রু ভেবে জেগে থাকি।
তুমি ঘুমোও সুচেতনা-
এই একা পৃথিবীতে নিজের সব নিরাপত্তাহীনতাকে বালিশে লুকিয়ে রেখে।
পৃথিবী তখনো মহাশূন্যে উদ্দেশ্যহীন ঘুরে চলবে কল্পিত আশ্রয়ের খোঁজে
আমায় সঙ্গে নিয়ে।
আমায় বালিশ করো, বিছানা করো, চাদরও করতে পারো।
শুধু
ভুলেও আমার বন্ধুরা দূরে চলে গেছে ভেবে শান্তিতে ঘুমিও না।
********************************************
(জানি না মশাই কি ছন্দ...)
********************************************
(জানি না মশাই কি ছন্দ...)
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P