Friday, April 27, 2012

তাৎক্ষণিক - ৪

মিষ্টি মধুর, স্বপ্ন মেদুর খেলায় প্রেয়সী আমার জান

যদি হেলেফেলে বলো ফুটবল, কিংবা উলটো মদের বোতল

মাইরি বলছি, ফাউল করবো, খেলা ভেঙ্গে দিয়ে দেবো পিঠটান।

পুতুল খেলবো? বলছো?

ঘরে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে?

মুখে চুষিকাঠি,

বগলে বিছুটি

গোটা-বারো মাস, বিছানায় ত্রাস

সঙ্গে করেই আনবে?

তবে খেলবো না, যাও-

আমার

বয়েই গিয়েছে খেলতে-

বয়ে যদি গেছে বেলা,

আর চাইনা বিপদে ফেলতে-

নিজের চরকা কমদামে কিনে, সুতো কেটে নিজে রাত্তিরে দিনে,

আমার চরণে নষ্ট না করে ওই ওখানেই দাও।

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P