Sunday, April 22, 2012

তিন অধ্যায়

বাস্তব ছিলো অন্য পাড়ার বন্ধু
কদা-ক্বচিৎ উঁকি মারতো ঘরে
গায়ে গন্ধ, ময়লা জামা-পেন্টুল
দোর দিয়েছি- মন দিয়েছি খেলায়।

বাস্তব হলো চা-দোকানের বেয়ারা
প্রতিদিন তার হাত-ধোয়া জল খেয়েছি
নিত্য দু’বেলা নাম ডেকেছি, তার পর?
নাম-ধাম মুখ সব ভুলেছি কলেজ-গেটের বাইরে।

বাস্তব আজ তীক্ষ্ণ-নয়না তরুণী
এক বিছানায় পালটি খেলাম দু’জনে
শরীর-হৃদয় খুঁড়ে এনেছি সন্তান
খামখেয়ালের নীলচে রঙের শব...

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P