Tuesday, April 10, 2012

নাম-তা(ল)

গাল
দিচ্ছো?
দাও।
চড়
মাখতেই
গাল
পাতলাম,
নাও।

খুব চাইছি
থাপ্পড় খাই
বেতো রোগীদের
মত হাতড়াই
জীবন-মানে।

রোয়াবের ঠ্যালা ঠেলেছি বলেই
অর্ধজীবন শেষ।
বাকিটা কাটাতে ভাবছি পরবো
মর্ষকামীর বেশ।

সমর্পণের জামার রঙটা লাল
কিছুতেই দেখা যাবেনা রক্ত উপচে
কিন্তু হৃদয় সেয়ানা –
উগরে দিয়েছে বোতল-খানেক নীলচে।

আভিজাত্যের পেরেক পুঁতেছি মন-কফিনের গায়ে
বেরোবেনা আর প্যান্ডোরাদের আত্মহনন চিন্তা –
যদিও সময়-নৃত্যচপল কাহারবা নিয়ে পায়ে,
উচ্ছৃঙ্খল অর্ধজীবন কাটাবো বাজিয়ে তিনতাল।

************************************************
মিশ্র- অধিকাংশ ৬ মাত্রা মাত্রাবৃত্ত।

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P