তোকে ঝাপ্সা কাঁচের এপার থেকে দেখি,
তাই স্পষ্ট কথাও মিলিয়ে যাচ্ছে ওপারে-
মনের যে খাদ রওনা দিলো অতলে,
কখন যেন উঠলি সেটার কিনারে।
ওই খাদের ভয়ে ঝাঁপ দিয়েছি বালিশে
মুখ ঢেকে কোন গন্ধ থেকে বাঁচি-
জীবন গেলো নিরাপত্তার নালিশে
উপদ্রবেই কল্পনাতে কাঁচি-
প্লেটোর নাকি পুড়কি ছিলো খুব?
দিলাম তবে তার ওষুধেই ডুব...
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P