link |
চাটছে সুখে উলটে পড়া হাঁড়ি
কালো গতর ঘষছে টালির চালে
কাল এটাই ছিলো কারুর বাড়ি।
টুকরো বাঁশে দর্শন খোঁজে বেড়াল
মজন্তালি কি বেড়ালের নাম হয়?
নাম যাই হোক, ডাক ভুলেছে কবেই
এ স্তব্ধতার কারণ লাঠির ভয়।
ও ডাকছে না, ডাকবেও না তবু
ঢুকলো যারা কালো গাড়ির খোলে-
তাদের কেমন গজাচ্ছে গোঁফ, লোম
পিছনে লেজ, এদিকে বাচ্চা কোলে।
ভুতুড়ে বিল্লি-ডাকে প্রতিধ্বনি ওঠে
শুনতে পাওনি? তোমার কর্মফল
মজন্তালি বেড়ালের নাম নয়
এ সমস্তই ডেকে ওঠার ছল।
তাদের কেমন গজাচ্ছে গোঁফ, লোম
ঢুকলো যারা কালো গাড়ির খোলে-
মানুষ যদি বেড়াল হয়েও যায়
মজন্তালি চলবে,
যেমন চলে...
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P