Tuesday, December 13, 2011

শ্রেণী-সংগ্রামের পর...

ছপছপে জল টিপটিপ ঝরে

পিঁপড়ে পাতার কুঁকড়ো শির

থইথই জল, বঙ্গ অচল

জলের লাইনে বড্ড ভিড়।
বিদেশি চটির এশীয় queue

এক কণা জমি ছাড়েনি কেউ।

দু’হাতে বোতল, ফেনিল স্বর

মনেই রাখিনি- কে কার পর।

ছাপা শাড়ি + ছ্যাঁকছ্যাঁকে গলা,

‘বংশোদ্ধার’ বিড়বিড়ে বলা-

নেহাৎ দু’হাতে বোতল ধরেছি,

নইলে, হুঁ হুঁ, ‘বংশ আছোলা...’
গোটা দশ বারো ছাপা শাড়ি

আর খান দুত্তিন নোক- ভদ্দর।

সাড়ে বারোটায় জল ‘সারা’ হলে

‘শুরু’ তো হবেই, চাপান-উতোর!

আসছি যখন, খান দুত্তিন

কোরাস গাইছে, ছন্দ-বিহীন-

‘ছাপা’? out of দৃষ্টিপথ-

তাদের তখন ‘উলটোরথ’;
খান চব্বিশ বোতল হাতে,

শাড়ি- দঙ্গলে কূজন-তান,

Got-up ঝগড়া, কিঁচমিচ শেষে

সবাই সফল, গণ-মুসকান।

***********************************************
৬ মাত্রা। মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P