আমি বুঝলি চিরদিন এরকম ছিলাম না,
বিশ্বাস কর, একদম স্বাভাবিক ছিলাম।
একজন নিখুঁত কচ্ছপ ছিলাম, জানিস-
তোর সাথে তো ছোটবেলা থেকে মিশি, কখনও
মনে হয়েছে, আমার গন্ডি ছাড়িয়ে কিছু করেছি?
না, তোরও দোষ নেই, আমারও না।
সুন্দর জঙ্গুলে জীবন কাটাতাম,
খাবার, বাসস্থান- কিছুই মেলানো যেত না,
তবু একসঙ্গে থাকতাম।
গল্পটা কে প্রথম পড়েছিল-
তুই, না আমি?
বাজে, জঘন্য গল্প।
বিশ্বাস কর, তোর পায়ে পড়ি, ভাল লাগেনি।
কেমন একটা মাথা ঘুরে গিয়েছিল।
বিপ্লবের ইচ্ছে জেগেছিল।
ইচ্ছে করেছিল, দেখাই আমারও ক্ষমতা আছে।
তোকে তাই দৌড়তে বলেছিলাম।
কেন রাজি হলি,
কেন রাজি হলি তুই?
আমারই দোষ, তোর আঁতে ঘা দিয়েছিলাম।
কি দরকার ছিল? আত্মবিশ্বাস ছিল খুব, না?
তুই মান বা না মান,
তোকে খুব ভাল করে চিনি, নিজের থেকেও।
জানতাম, তুই হারবি। তোকে ছাড়িয়ে যাব।
গল্পের খরগোশ তো হেরেছিল-
তুই এসেই পৌঁছতে পারলিনা, হারিয়ে গেলি মাঝপথে-
হারিয়ে দিয়ে গেলি আমায়।
***************************************
[হেইডাও সেম কেস... কিস্যুই হয় নাই... :'( ]
বিশ্বাস কর, একদম স্বাভাবিক ছিলাম।
একজন নিখুঁত কচ্ছপ ছিলাম, জানিস-
তোর সাথে তো ছোটবেলা থেকে মিশি, কখনও
মনে হয়েছে, আমার গন্ডি ছাড়িয়ে কিছু করেছি?
না, তোরও দোষ নেই, আমারও না।
সুন্দর জঙ্গুলে জীবন কাটাতাম,
খাবার, বাসস্থান- কিছুই মেলানো যেত না,
তবু একসঙ্গে থাকতাম।
গল্পটা কে প্রথম পড়েছিল-
তুই, না আমি?
বাজে, জঘন্য গল্প।
বিশ্বাস কর, তোর পায়ে পড়ি, ভাল লাগেনি।
কেমন একটা মাথা ঘুরে গিয়েছিল।
বিপ্লবের ইচ্ছে জেগেছিল।
ইচ্ছে করেছিল, দেখাই আমারও ক্ষমতা আছে।
তোকে তাই দৌড়তে বলেছিলাম।
কেন রাজি হলি,
কেন রাজি হলি তুই?
আমারই দোষ, তোর আঁতে ঘা দিয়েছিলাম।
কি দরকার ছিল? আত্মবিশ্বাস ছিল খুব, না?
তুই মান বা না মান,
তোকে খুব ভাল করে চিনি, নিজের থেকেও।
জানতাম, তুই হারবি। তোকে ছাড়িয়ে যাব।
গল্পের খরগোশ তো হেরেছিল-
তুই এসেই পৌঁছতে পারলিনা, হারিয়ে গেলি মাঝপথে-
হারিয়ে দিয়ে গেলি আমায়।
***************************************
[হেইডাও সেম কেস... কিস্যুই হয় নাই... :'( ]
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P