Tuesday, December 13, 2011

'অ'-ঘৃণা

মাতৃভাষায় চাষ করে খাই, জবাই করেছি ব্যাকরণ বই,

ইঙ্গ-হিন্দি আক্রমণেও করতে পারেনি প্রান্তিক-

‘LMAO’ থেকে ‘কেন কি’ পেরিয়ে,

‘মোবাইল’ থেকে ‘কি-বোর্ড’ দাপিয়ে-

নিঃসঙ্কোচে চালিয়ে দিয়েছি ‘গুচ্ছ’ কিংবা ‘রাপচিক্‌’।

‘চাট’ খাও? তবে নিরীহ তুমি, ‘ল্যাদ’ খেলে তুমি আলসে,

কিচ্ছু হবেনা জীবনে তোমার, ‘বার’ খেলে কমবয়সে।

‘বীভৎস’ বলে ‘দারুণ’ বোঝাই, ‘উত্তাল’ মানে? Same!

বাবাদের যুগে ‘অসভ্য’ বলে নায়িকা বোঝাত ‘প্রেম’!

শব্দ আমার, অর্থও তাই, একের কাপড়ে অন্যে সাজাই-

‘ছড়িয়ে’ যাক না, কেই বা দিচ্ছে সে জন্যে আর নাকখত?

বরং একটু এগোই চলো না,

‘একঘর’ কোন বঙ্গ-ললনা

আদর করলে, লাজে রাঙা হয়ে, চুমু খেয়ে বলি-‘বাঞ্চোৎ’!!

***************************************
৬ মাত্রা। মাত্রাবৃত্ত।

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P