Tuesday, December 13, 2011

Life in a …..

নদী-পারে সেই-     ঘন জঙ্গল,

ঘন জঙ্গলে      হাওয়া পাক খায়।
রাজা নেই তার,         রাণী আছে এক;

ঘিরে সীমানা-         ব’সে পাহারায়।

মহা-নাগ সেই        স্থানু অজগর,

ধু-ধু করে তার       অনাদি জঠর...
হপ্তা-দুয়েকে      ডাক পড়ে তার

নর-মাংসের        আহুতি নেওয়ার-

সাজানো-গোছানো     পিছল শ্মশানে,

ভিড়ের ভিতর     কিভাবে কে জানে;

অজ-গহ্বরে     মিশে যায় কিছু

ছায়া-মানুষের প্রাণ...
হাওয়া পাক খায়      ঘন জঙ্গলে,

ফিশফিশে কথা     কানে-কানে বলে

“স্বাগত তাদের     মেট্রো-স্টেশনে;

 যারাই পালাতে চান......”

***********************************************
৬ মাত্রা। মাত্রাবৃত্ত

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P