Tuesday, December 13, 2011

বিষণ্ণ JANUS

নিশিদিন বাজে বীন, নেচে চলে বসুধা

ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা;

লেখালেখি ছেড়ে দেব, করি বসে চিন্তা

প্রকাশ নাই বা হ’লো ভাবনার দীনতা।

বয়স যদিও কম, কাঁধ জুড়ে ধরাভার

ক’টি দাগ রেখে যাব ক্যানভাসে দুনিয়ার

কোন তালে যাবে জুড়ে ভাঙা গান, ছেঁড়া তার
ধা ধিন ধিন ধা, না তিন তিন তা...

Unique জীবনের চৌচির বরাতে


কথা দিয়ে কথা গেঁথে কথা-জাল বুনোটে

আধ-ভাজা দর্শন বিকোবার প্রতিভা

নেই, নেই ন্যাকা-বোকা কবিতার ভনিতা।

হীরে-ছাঁচ লাইনের ঝলকানি? কে জানে --

কোন জাদু রূপ নেয় সুর-তাল মিলনে

চিন্তায় পাক খায় জীবনের চরকা-

না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা।

বিজ্ঞান-কাঁটাতার পিঠে ফোটে বারোমাস,

টিকটিকি হ’য়ে খুঁজি সৃষ্টি-রহস্য;

স্রষ্টা-সত্তা ফের মন-জমি ক’রে চাষ-

ধার করা আমোদের ক্রম-ধারাভাষ্য।

এ যুদ্ধ ক্ষণিকের, জীবনের ছায়ারূপ

বাদামের খোলা হ’য়ে মাঝ-গাঙে দেয় ডুব;

নিশিদিন বাজে বীন, নেচে চলে বসুধা

ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা।

*************************************************************
৪ মাত্রা, মাত্রাবৃত্ত।

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P