Tuesday, December 13, 2011

স্নেহের আঁতোয়ানেৎ

তুমি বিষ      খাওনা জানি,

সে তোমার    ঔদার্য।

আমি নয়     বন্য প্রাণী,

শুঁকলেও      রাগ করছ?
মাইরি, ভালই খেতে-

নেশা হয়,     একটুখানি-

খোঁয়ারি?      মরণযাপন;

ভ্রান্তির        মাসুল গেঁথে।

এত দাম      তুচ্ছ নেশার,

তবু কেন     নীলকন্ঠ?

বেশ তো      ভালই ছিলাম,

কবে সব      গরল হ’লো?
গর্দানে শেকল-মালা

তদ্দিনে কামড় বসায়

বিষ-দাঁত সবার গজায়,

কেউ কেউ বর্ম পরে।

তুমি বিষ      খাওনা জানি,

সে বিলাস     তোমায় মানায়,

যত হই       তুচ্ছ প্রাণী

ও কি কেউ   সাধ ক’রে খায়?

***********************************
৪ মাত্রা। স্বরবৃত্ত(?)

No comments:

Post a Comment

Give me your thoughts, I will give you replies. :P