তুমি বিষ খাওনা জানি,
সে তোমার ঔদার্য।
আমি নয় বন্য প্রাণী,
শুঁকলেও রাগ করছ?
এত দাম তুচ্ছ নেশার,
তবু কেন নীলকন্ঠ?
বেশ তো ভালই ছিলাম,
কবে সব গরল হ’লো?
তুমি বিষ খাওনা জানি,
সে বিলাস তোমায় মানায়,
যত হই তুচ্ছ প্রাণী
ও কি কেউ সাধ ক’রে খায়?
***********************************
৪ মাত্রা। স্বরবৃত্ত(?)
সে তোমার ঔদার্য।
আমি নয় বন্য প্রাণী,
শুঁকলেও রাগ করছ?
মাইরি, ভালই খেতে-
নেশা হয়, একটুখানি-
খোঁয়ারি? মরণযাপন;
ভ্রান্তির মাসুল গেঁথে।
এত দাম তুচ্ছ নেশার,
তবু কেন নীলকন্ঠ?
বেশ তো ভালই ছিলাম,
কবে সব গরল হ’লো?
গর্দানে শেকল-মালা
তদ্দিনে কামড় বসায়
বিষ-দাঁত সবার গজায়,
কেউ কেউ বর্ম পরে।
তুমি বিষ খাওনা জানি,
সে বিলাস তোমায় মানায়,
যত হই তুচ্ছ প্রাণী
ও কি কেউ সাধ ক’রে খায়?
***********************************
৪ মাত্রা। স্বরবৃত্ত(?)
No comments:
Post a Comment
Give me your thoughts, I will give you replies. :P